Traditional
Heritage Group এর পরিচালনায় অনুষ্ঠিত হল "Heritage Meet 2019", কলকাতার নন্দন চত্বরের জীবনানন্দ সভাগৃহে। কলকাতায় নবীন প্রজন্মের দ্বারা পরিচালিত এই "Heritage Awareness Programme গতকাল অনুষ্ঠিত হয়ে গেল।
উপস্থিত ছিলেন শ্রী কমল বন্দ্যোপাধ্যায় (The Indian National Trust for Art
and Cultural Heritage- INTACH এর গুরুত্বপূর্ণ সদস্য), শ্রী রঙ্গন দত্ত ( Blogger & Wikipedian), শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ( প্রখ্যাত ইতিহাসবিদ), শ্রী সমরজীৎ ঘোষাল ( বিশিষ্ট মুদ্রা সংরক্ষক), শ্রী আমিনুদ্দিন সেখ (অধ্যাপক- আশুতোষ কলেজ 'ইতিহাসবিভাগ'), শ্রীমতী সোনালী রায় (অধ্যাপিকা- যোগেশচন্দ্র চৌধুরী কলেজে 'ইতিহাসবিভাগ') এবং আরও বিশিষ্টজন।
অনুষ্ঠান শুরু হয় দুপুর ১.৩০ নাগাদ বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা, বনেদীয়ানা সদস্য শ্রীমান মৃন্ময় চক্রবর্তী চন্দন পরিয়ে অতিথিদের বরণ করেন। এরপর রোটারিয়ান শুভাশিস্ বসু এবং রোটারিয়ান নীলাদ্রি দত্ত মাননীয় অতিথিদের হাতে সম্মান তুলে দেন। উপস্থিত সকল বনেদীয়ানা সদস্য এবং ইতিহাসপ্রেমী সদস্যরা কাল এক অনন্য ইতিহাস আলোচনাসভার সাক্ষী থেকেছিল।
Traditional
Heritage Group মাননীয় অতিথিদের জন্য বিশেষ কিছু স্মৃতি সম্মানের ব্যবস্থা করেছিল। অতিথিদের হাতে সেই সম্মানও তুলে দেওয়া হল, তুলে দিলেন রোটারিয়ান শুভাশিস্ বসু এবং রোটারিয়ান নীলাদ্রি দত্ত।
শ্রী কমল বন্দ্যোপাধ্যায়কে প্রদান করা হল "রানী ভবানী স্মৃতি সম্মান ২০১৯"
শ্রী রঙ্গন দত্তকে প্রদান করা হল " দুর্গাচরণ মিত্র স্মৃতি সম্মান ২০১৯"
শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে প্রদান করা হল " রাজা মহতাব চাঁদ স্মৃতি সম্মান ২০১৯"
অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকেতে পারেন নি তাই তাদের হয়ে সম্মানটি নিলেন শ্রীমান্ সুভাষ হালদার এবং শ্রীমান্ অমিত দে।
শ্রী নন্দ সিংহ বারকোলা মহাশয়কে প্রদান করা হল " জীবনানন্দ দাশ স্মৃতি সম্মান ২০১৯" যেই সম্মানটি গ্রহণ করলেন শ্রীমান্ সুভাষ হালদার।
অধ্যাপক শ্রী দিলিপ কুমার পাল মহাশয়কে প্রদান করা হল " উইলিয়াম শেক্সপীয়ার স্মৃতি সম্মান ২০১৯", যেই সম্মানটি গ্রহণ করেন শ্রীমান্ অমিত দে।
অনুষ্ঠানে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের তৃতীয়বর্ষের ছাত্র শ্রীমান্ প্রীতম নস্কর বক্তব্য রাখলেন টালিগঞ্জ বড় রাসবাড়ির ইতিহাস ও ট্রাডিশনা বিষয়ে, প্রীতমের বক্তব্যে নবীন প্রজন্মের ছাত্রছাত্রীদের এই ইতিহাস ও ঐতিহ্যের প্রতি এক গভীর ভালোবাসা তা প্রমানিত হল গতকালকের বিশেষ অনুষ্ঠানে।
বনেদীয়ানা আগামী দিনের কর্মসূচী কিছু দিনের মধ্যেই ঘোষনা করা হবে। সবাইকে ধন্যবাদ, যারা অনুষ্ঠানটির সাথে যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে সকল ইতিহাসপ্রেমী মানুষের জন্য রইল আগাম ইংরাজী নতুনবর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। ইতিহাসকে ভালোবাসুন, ইতিহাসকে বাঁচানোর চেষ্টা করুন।
"History
is the unending dialogue between past and present"- E.H.CARR
No comments:
Post a Comment