কিংবদন্তী চলচিত্র পরিচালকঃশুভ জন্মদিন
গতকাল আমরা শ্রদ্ধা জানিয়েছি কিংবদন্তী সঙ্গীতশিল্পী শ্রী মান্না দে'র জন্মদিনে। আজ আবারও এক উজ্জ্বল ব্যক্তিতের শুভ জন্মদিন, তিনি শ্রী সত্যজিৎ রায়। ভারতীয় চলচিত্র জগতের শ্রেষ্ঠ নক্ষত্রসম, বলাবাহুল্য সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আজ ২মে,২০২০ ভারতীয় চলচিত্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়'র ১০০তম জন্মদিন। বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে তাঁর প্রতি শ্রদ্ধা, প্রণাম রইল।
বনেদীয়ানা এখন থেকে সমস্ত ধারার প্রাচীনত্ব, ঐতিহ্য তুলে ধরবে তাদের প্রকাশনায়। আজ কিংবদন্তী চিত্রপরিচালকের জন্মদিনে কিছু স্মৃতিকথা প্রকাশ করল, লিখলেন শুভদীপ। চলুন দেখা যাক সেই মহান পরিচালকের কিছু স্মৃতিকাহিনী।
সর্বকালের সেরা চিত্রপরিচালক সত্যজিৎঃ শুভ জন্মদিন
২মে,১৯২১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন সত্যজিৎ রায়। তিনি শুধুমাত্র ছবিরই পরিচালক ছিলেন তা নয়, তিনি বাংলা ভাষায় কিছু ছোটোগল্প, উপন্যাসও রচনা করেছিলেন। একই সঙ্গে ছিলেন প্রযোজক, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সঙ্গীত পরিচালক এবং গীতিকার,অর্থাৎ সত্যজিৎ রায় বহুল প্রতিভার অধিকারী। বস্তুতপক্ষে সত্যজিৎ রায়, নামটি শোনার পরই বাঙালির মনে তথাপি বিশ্ববাসীর মনে এক অদ্ভুত আবেগ কাজ করে কারণ বিশ্বের নামকরা পরিচালকদের মধ্যে আমাদের সত্যজিৎ রায়'র নাম আগেই থাকে। তিনি যে ধরনের বই লিখেছেন, তা নতুন করে বলে দিতে হয় না যে সত্যজিৎ রায়'র সাহিত্যিক মান কতটা। তাই সেই স্বনামখ্যাত চিত্রপরিচালকের জন্মদিনে বনেদীয়ানা'র শ্রদ্ধার্ঘ্য।
সত্যজিৎ রায় পড়াশুনা করেছেন কলকাতার বিদ্যালয়ের মধ্যে অন্যতম বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীকালে ইকোনমিক্স নিয়ে পড়াশুনা করেন প্রেসিডেন্সি কলেজে। ১৯৪০সালে সত্যজিৎ রায়'র মা শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান। সেখানে গিয়ে সত্যজিৎ রায় চিত্রশিল্পী নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন, একথা অকপটে স্বীকার করেছেন।
আমরা আজ তাঁর জন্মদিনে কিছু টুকরো কথাই প্রকাশ করছি, প্রকাশ করছি তাঁর জনপ্রিয় কিছু কাজের বিস্তারিত বর্ণনা। পরবর্তীপর্বে নিশ্চয়ই এই মহান পরিচালককে নিয়ে বিস্তারিত প্রবন্ধ প্রকাশিত হবে। প্রসঙ্গত ১৯৪৭ সালে সত্যজিৎ চিদানন্দ দাসগুপ্ত ও অন্যান্যদের সাথে মিলিত হয়ে তৈরি করলেন 'কলকাতা ফিল্ম সোসাইটি'। তাঁর কর্মজীবনে বহু জনপ্রিয় ছায়াছবি এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রমানিত হয়েছে। আমরা আজ তাঁর জন্মদিনে সেই সমস্ত বিষয়ের কিছু তথ্য তুলে ধরবার চেষ্টা করলাম। আপনারাও আসুন আমাদের পাশে, তুলে ধরুন তাঁর আরও কিছু রচনা আমাদের কমেন্টে আমরা পরবর্তীপর্বে তা বিস্তারিত আলোচনা করবো।
সত্যজিৎ রায় পরিচালিত ছায়াছবিঃ
১. ছবির নামঃ পথের পাঁচালী
ছবির প্রকাশিত সালঃ ২৬ আগস্ট১৯৫৫
চিত্রনাট্যকারঃ সত্যজিৎ রায়
উৎসঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক পথের পাঁচালী
সুরকারঃ রবিশঙ্কর
ভাষাঃ বাংলা
২. ছবির নামঃ অপরাজিত
ছবির প্রকাশিত সালঃ ১৯৫৬
প্রযোজকঃ পশ্চিমবঙ্গ সরকার
উৎসঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে
শিল্প নির্দশেকঃ বংশী চন্দ্রগুপ্ত
সংগীতঃ রবিশঙ্কর
ভাষাঃ বাংলা
৩. ছবির নামঃ পরশপাথর
ছবির প্রকাশিত সালঃ ১৭জানুয়ারি,১৯৫৮
প্রযোজকঃ প্রমোদ লাহিড়ি
সংগীতঃ রবিশঙ্কর
ভাষাঃ বাংলা
৪. ছবির নামঃ অপুর সংসার
ছবির প্রকাশিত সালঃ ১৯৫৯
উৎসঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে
সহপ্রযোজকঃ অমীয়নাথ মুখোপাধ্যায়
সংগীতঃ রবিশঙ্কর
চিত্রনাট্য ও পরিচালনাঃ সত্যজিৎ রায়
ভাষাঃ বাংলা
৫. ছবির নামঃ অভিযান
ছবির প্রকাশিত সালঃ ২৮সেপ্টেম্বর,১৯৬২
উৎসঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অভিযান উপন্যাস অবলম্বনে
প্রযোজকঃ ভোলানাথ রায়
সংগীতঃ সত্যজিৎ রায়
ভাষাঃ বাংলা
৬. ছবির নামঃ চিড়িয়াখানা
ছবির প্রকাশিত সালঃ ১৯৬৭
সংগীতঃ সত্যজিৎ রায়
সম্পাদনায়ঃ সমরেশ বোস
শিল্প নির্দশেকঃ সুরথ দাশ
প্রযোজনাঃ স্টার প্রোডাকসনস্
ভাষাঃ বাংলা
৭. ছবির নামঃ গুপী গাইন বাঘা বাইন
ছবির প্রকাশিত সালঃ ১৯৬৮
চিত্রগ্রাহকঃ সুমেন্দু রায়
উৎসঃ উপেন্দ্রকিশোর রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' অবলম্বনে
গুপীর ভুমিকায়ঃ শ্রী তপেন চট্টোপাধ্যায়
বাঘার ভুমিকায়ঃ শ্রী রবি ঘোষ
শিল্প নির্দশেকঃ বংশী চন্দ্রগুপ্ত
সম্পাদনাঃ দুলাল দত্ত
ভাষাঃ বাংলা
৮. ছবির নামঃ দেবী
ছবির প্রকাশিত সালঃ ১৯ফেব্রুয়ারি,১৯৬০
উৎসঃ প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত কাহিনী অবলম্বনে
আলোকচিত্রগ্রহণঃ সুব্রত মিত্র
শিল্পনির্দেশকঃ বংশী চন্দ্রগুপ্ত
শব্দগ্রহণঃ দুর্গাদাস মিত্র
সম্পাদনাঃ দুলাল দত্ত
সহপ্রযোজকঃ অমীয়নাথ মুখোপাধ্যায়
সংগীতঃ ওস্তাদ আলি আকবর খাঁ
ভাষাঃ বাংলা
৯. ছবির নামঃ চারুলতা
ছবির প্রকাশিত সালঃ ১৯৬৪
উৎসঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নষ্টনীড়' কাহিনীর চিত্ররূপ
আলোকচিত্রগ্রহণঃ সুব্রত মিত্র
শিল্পনির্দেশনাঃ বংশী চন্দ্রগুপ্ত
সম্পাদনাঃ দুলাল দত্ত
শব্দগ্রহণঃ নৃপেন পাল
প্রযোজনাঃ আর. ডি. বনশল
ভাষাঃ বাংলা
১০. ছবির নামঃ জয় বাবা ফেলুনাথ
ছবির প্রকাশিত সালঃ ৫জানুয়ারি ১৯৭৯
ফেলুদার ভূমিকায়ঃ শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়
ক্যামেরাঃ সৌমেন্দু রায়
সম্পাদনায়ঃ দুলাল দত্ত
শিল্প নির্দশেনাঃ অশোক বোস
তত্ত্বাবধানঃ যতীশ চন্দ্র রায়
প্রযোজনাঃ আর. ডি. বনশাল
আমরা উল্লেখ করলাম সত্যজিৎ রায় পরিচালিত অসংখ্য ছায়াছবির মধ্যে ১০টি ছায়াছবির কিছু বিস্তারিত বর্ণনা। এরপর উল্লেখ করছি তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন তার একটি ছোট্টো তালিকা। কেমন লাগছে আমাদের উপস্থাপনা? জানাতে ভুলবেন না কিন্তু। নীচে তালিকাটি দেওয়া হল-
দাদাসাহেব ফালকে পুরস্কার- ১৯৮৪
ন্যাশনাল অর্ডার অব দ্য লেজিওঁ অব অনার(ফ্রান্সের সর্বোচ্চ সম্মান)- ১৯৮৭
৩য় জাতীয় চলচিত্র পুরস্কার- ১৯৫৫
বার্লিন আন্তর্জাতিক চলচিত্র পুরস্কার- ১৯৫৭
১ম সান ফ্রান্সসকো আন্তর্জাতিক চলচিত্র পুরস্কার- ১৯৫৭
পথের পাঁচালী, অপুর সংসার, চারুলতা, সীমাবদ্ধ, আগন্তুক(১৯৯১)- শ্রেষ্ঠ ফিচার চলচিত্র পুরস্কার
মহানগর চলচিত্রের জন্য- তৃতীয় শ্রেষ্ঠ ফিচার পুরস্কার
দিল্লি বিশ্ববিদ্যালয়- ডি লিট(১৯৭৩)
রয়েল কলেজ অফ আর্ট(লন্ডন)- ডি লিট(১৯৭৪)
ভারত সরকার- পদ্মভূষণ(১৯৭৬)
বার্লিন চলচিত্র উৎসব- বিশেষ পুরস্কার(১৯৭৮)
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়- ডি লিট(১৯৭৮)
মস্কো চলচিত্র উৎসব- বিশেষ পুরস্কার(১৯৭৯)
ভেনিস চলচিত্র উৎসব- সেন্ট মার্কের বিশেষ গোল্ডেন লায়ন(১৯৮২)
যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়- ডি লিট (১৯৮০)
কলকাতা বিশ্ববিদ্যালয়- ডি লিট(১৯৮৫)
ভারত সরকার- ভারতরত্ন(১৯৯২) ইত্যাদি
এছাড়াও আরও অনেক অনেক সম্মানে সম্মানিত হয়েছেন আমাদের চলচিত্র জগতের সর্বকালের সেরা পরিচালক শ্রী সত্যজিৎ রায়
এবার আমরা উল্লেখ করছি সত্যজিৎ রায় যে সমস্ত ছায়াছবিতে অবদান রয়েছে তার মধ্যে কিছু ছায়াছবির নাম ও সংক্ষিপ্ত বিবরণ, ইংরাজি ছায়াছবিগুলি ইংরাজিতেই প্রকাশ করা হল
1. Name- THE RIVER
Year- 1951
Production- JEAN RENOIR'S PRODUCTION
Camera Operator- Ramananda Sen Gupta
Flim Editor- George Gale
Music and Technical Advisor- M.A.Partha Sarathy
Screenplay- Rumer Godden and Jean Renoir
Associate Director- Sri Satyajit Ray
2. ছায়াছবির নামঃ বাক্সবদল
ছায়াছবির প্রকাশিত সালঃ ১৯৭০
উৎসঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে
শিল্প নির্দশেনাঃ বংশী চন্দ্রগুপ্ত
সম্পাদনাঃ রমেশ যোশী
ব্যবস্থাপনাঃ নিতাই জানা
পরিচালকঃ নিত্যানন্দ দত্ত
সংগীত পরিচালক ও চিত্রনাট্যঃ সত্যজিৎ রায়
3. ছবির নামঃ গুপী বাঘা ফিরে এলো
ছবির প্রকাশিত সালঃ ১৯৯১
গুপীর ভুমিকায়ঃ শ্রী তপেন চট্টোপাধ্যায়
বাঘার ভুমিকায়ঃ শ্রী রবি ঘোষ
পরিচালকঃ শ্রী সন্দীপ রায়
ক্যামেরাঃ বরুণ রাহা
শিল্প নির্দশেকঃ অশোক বোস
সংগীত পরিচালক, লেখক ও গীতিকারঃ সত্যজিৎ রায়
এছাড়া আরও অনেক ছায়াছবির সাথে যুক্ত ছিলেন সত্যজিৎ রায়, পরে বিস্তারিত আলোচনা হবে। আজ খুবই সংক্ষিপ্ত ভাবে তুলে ধরলাম তাঁর জীবনের কিছু অংশ। কেমন লাগল আমাদের জানান, আমরা চেষ্টা করবো আগামী পর্বে তাঁর আরও কিছু তথ্য তুলে ধরতে। বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা ও প্রণাম রইল।
তথ্য সংগ্রহেঃ শুভদীপ রায় চৌধুরী
#সত্যজিৎরায় #শুভজন্মদিন
#বনেদীয়ানা #সত্যজিৎরায়েরছায়াছবি
#SatyajitRay #HappyBirthdaySatyajit
#SatyajitRayFlimDetails
#Bonediyana
গতকাল আমরা শ্রদ্ধা জানিয়েছি কিংবদন্তী সঙ্গীতশিল্পী শ্রী মান্না দে'র জন্মদিনে। আজ আবারও এক উজ্জ্বল ব্যক্তিতের শুভ জন্মদিন, তিনি শ্রী সত্যজিৎ রায়। ভারতীয় চলচিত্র জগতের শ্রেষ্ঠ নক্ষত্রসম, বলাবাহুল্য সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আজ ২মে,২০২০ ভারতীয় চলচিত্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়'র ১০০তম জন্মদিন। বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে তাঁর প্রতি শ্রদ্ধা, প্রণাম রইল।
বনেদীয়ানা এখন থেকে সমস্ত ধারার প্রাচীনত্ব, ঐতিহ্য তুলে ধরবে তাদের প্রকাশনায়। আজ কিংবদন্তী চিত্রপরিচালকের জন্মদিনে কিছু স্মৃতিকথা প্রকাশ করল, লিখলেন শুভদীপ। চলুন দেখা যাক সেই মহান পরিচালকের কিছু স্মৃতিকাহিনী।
সর্বকালের সেরা চিত্রপরিচালক সত্যজিৎঃ শুভ জন্মদিন
২মে,১৯২১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন সত্যজিৎ রায়। তিনি শুধুমাত্র ছবিরই পরিচালক ছিলেন তা নয়, তিনি বাংলা ভাষায় কিছু ছোটোগল্প, উপন্যাসও রচনা করেছিলেন। একই সঙ্গে ছিলেন প্রযোজক, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সঙ্গীত পরিচালক এবং গীতিকার,অর্থাৎ সত্যজিৎ রায় বহুল প্রতিভার অধিকারী। বস্তুতপক্ষে সত্যজিৎ রায়, নামটি শোনার পরই বাঙালির মনে তথাপি বিশ্ববাসীর মনে এক অদ্ভুত আবেগ কাজ করে কারণ বিশ্বের নামকরা পরিচালকদের মধ্যে আমাদের সত্যজিৎ রায়'র নাম আগেই থাকে। তিনি যে ধরনের বই লিখেছেন, তা নতুন করে বলে দিতে হয় না যে সত্যজিৎ রায়'র সাহিত্যিক মান কতটা। তাই সেই স্বনামখ্যাত চিত্রপরিচালকের জন্মদিনে বনেদীয়ানা'র শ্রদ্ধার্ঘ্য।
সত্যজিৎ রায় পড়াশুনা করেছেন কলকাতার বিদ্যালয়ের মধ্যে অন্যতম বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীকালে ইকোনমিক্স নিয়ে পড়াশুনা করেন প্রেসিডেন্সি কলেজে। ১৯৪০সালে সত্যজিৎ রায়'র মা শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান। সেখানে গিয়ে সত্যজিৎ রায় চিত্রশিল্পী নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন, একথা অকপটে স্বীকার করেছেন।
আমরা আজ তাঁর জন্মদিনে কিছু টুকরো কথাই প্রকাশ করছি, প্রকাশ করছি তাঁর জনপ্রিয় কিছু কাজের বিস্তারিত বর্ণনা। পরবর্তীপর্বে নিশ্চয়ই এই মহান পরিচালককে নিয়ে বিস্তারিত প্রবন্ধ প্রকাশিত হবে। প্রসঙ্গত ১৯৪৭ সালে সত্যজিৎ চিদানন্দ দাসগুপ্ত ও অন্যান্যদের সাথে মিলিত হয়ে তৈরি করলেন 'কলকাতা ফিল্ম সোসাইটি'। তাঁর কর্মজীবনে বহু জনপ্রিয় ছায়াছবি এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রমানিত হয়েছে। আমরা আজ তাঁর জন্মদিনে সেই সমস্ত বিষয়ের কিছু তথ্য তুলে ধরবার চেষ্টা করলাম। আপনারাও আসুন আমাদের পাশে, তুলে ধরুন তাঁর আরও কিছু রচনা আমাদের কমেন্টে আমরা পরবর্তীপর্বে তা বিস্তারিত আলোচনা করবো।
সত্যজিৎ রায় পরিচালিত ছায়াছবিঃ
১. ছবির নামঃ পথের পাঁচালী
ছবির প্রকাশিত সালঃ ২৬ আগস্ট১৯৫৫
চিত্রনাট্যকারঃ সত্যজিৎ রায়
উৎসঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক পথের পাঁচালী
সুরকারঃ রবিশঙ্কর
ভাষাঃ বাংলা
২. ছবির নামঃ অপরাজিত
ছবির প্রকাশিত সালঃ ১৯৫৬
প্রযোজকঃ পশ্চিমবঙ্গ সরকার
উৎসঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে
শিল্প নির্দশেকঃ বংশী চন্দ্রগুপ্ত
সংগীতঃ রবিশঙ্কর
ভাষাঃ বাংলা
৩. ছবির নামঃ পরশপাথর
ছবির প্রকাশিত সালঃ ১৭জানুয়ারি,১৯৫৮
প্রযোজকঃ প্রমোদ লাহিড়ি
সংগীতঃ রবিশঙ্কর
ভাষাঃ বাংলা
৪. ছবির নামঃ অপুর সংসার
ছবির প্রকাশিত সালঃ ১৯৫৯
উৎসঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে
সহপ্রযোজকঃ অমীয়নাথ মুখোপাধ্যায়
সংগীতঃ রবিশঙ্কর
চিত্রনাট্য ও পরিচালনাঃ সত্যজিৎ রায়
ভাষাঃ বাংলা
৫. ছবির নামঃ অভিযান
ছবির প্রকাশিত সালঃ ২৮সেপ্টেম্বর,১৯৬২
উৎসঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অভিযান উপন্যাস অবলম্বনে
প্রযোজকঃ ভোলানাথ রায়
সংগীতঃ সত্যজিৎ রায়
ভাষাঃ বাংলা
৬. ছবির নামঃ চিড়িয়াখানা
ছবির প্রকাশিত সালঃ ১৯৬৭
সংগীতঃ সত্যজিৎ রায়
সম্পাদনায়ঃ সমরেশ বোস
শিল্প নির্দশেকঃ সুরথ দাশ
প্রযোজনাঃ স্টার প্রোডাকসনস্
ভাষাঃ বাংলা
৭. ছবির নামঃ গুপী গাইন বাঘা বাইন
ছবির প্রকাশিত সালঃ ১৯৬৮
চিত্রগ্রাহকঃ সুমেন্দু রায়
উৎসঃ উপেন্দ্রকিশোর রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' অবলম্বনে
গুপীর ভুমিকায়ঃ শ্রী তপেন চট্টোপাধ্যায়
বাঘার ভুমিকায়ঃ শ্রী রবি ঘোষ
শিল্প নির্দশেকঃ বংশী চন্দ্রগুপ্ত
সম্পাদনাঃ দুলাল দত্ত
ভাষাঃ বাংলা
৮. ছবির নামঃ দেবী
ছবির প্রকাশিত সালঃ ১৯ফেব্রুয়ারি,১৯৬০
উৎসঃ প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত কাহিনী অবলম্বনে
আলোকচিত্রগ্রহণঃ সুব্রত মিত্র
শিল্পনির্দেশকঃ বংশী চন্দ্রগুপ্ত
শব্দগ্রহণঃ দুর্গাদাস মিত্র
সম্পাদনাঃ দুলাল দত্ত
সহপ্রযোজকঃ অমীয়নাথ মুখোপাধ্যায়
সংগীতঃ ওস্তাদ আলি আকবর খাঁ
ভাষাঃ বাংলা
৯. ছবির নামঃ চারুলতা
ছবির প্রকাশিত সালঃ ১৯৬৪
উৎসঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নষ্টনীড়' কাহিনীর চিত্ররূপ
আলোকচিত্রগ্রহণঃ সুব্রত মিত্র
শিল্পনির্দেশনাঃ বংশী চন্দ্রগুপ্ত
সম্পাদনাঃ দুলাল দত্ত
শব্দগ্রহণঃ নৃপেন পাল
প্রযোজনাঃ আর. ডি. বনশল
ভাষাঃ বাংলা
১০. ছবির নামঃ জয় বাবা ফেলুনাথ
ছবির প্রকাশিত সালঃ ৫জানুয়ারি ১৯৭৯
ফেলুদার ভূমিকায়ঃ শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়
ক্যামেরাঃ সৌমেন্দু রায়
সম্পাদনায়ঃ দুলাল দত্ত
শিল্প নির্দশেনাঃ অশোক বোস
তত্ত্বাবধানঃ যতীশ চন্দ্র রায়
প্রযোজনাঃ আর. ডি. বনশাল
আমরা উল্লেখ করলাম সত্যজিৎ রায় পরিচালিত অসংখ্য ছায়াছবির মধ্যে ১০টি ছায়াছবির কিছু বিস্তারিত বর্ণনা। এরপর উল্লেখ করছি তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন তার একটি ছোট্টো তালিকা। কেমন লাগছে আমাদের উপস্থাপনা? জানাতে ভুলবেন না কিন্তু। নীচে তালিকাটি দেওয়া হল-
দাদাসাহেব ফালকে পুরস্কার- ১৯৮৪
ন্যাশনাল অর্ডার অব দ্য লেজিওঁ অব অনার(ফ্রান্সের সর্বোচ্চ সম্মান)- ১৯৮৭
৩য় জাতীয় চলচিত্র পুরস্কার- ১৯৫৫
বার্লিন আন্তর্জাতিক চলচিত্র পুরস্কার- ১৯৫৭
১ম সান ফ্রান্সসকো আন্তর্জাতিক চলচিত্র পুরস্কার- ১৯৫৭
পথের পাঁচালী, অপুর সংসার, চারুলতা, সীমাবদ্ধ, আগন্তুক(১৯৯১)- শ্রেষ্ঠ ফিচার চলচিত্র পুরস্কার
মহানগর চলচিত্রের জন্য- তৃতীয় শ্রেষ্ঠ ফিচার পুরস্কার
দিল্লি বিশ্ববিদ্যালয়- ডি লিট(১৯৭৩)
রয়েল কলেজ অফ আর্ট(লন্ডন)- ডি লিট(১৯৭৪)
ভারত সরকার- পদ্মভূষণ(১৯৭৬)
বার্লিন চলচিত্র উৎসব- বিশেষ পুরস্কার(১৯৭৮)
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়- ডি লিট(১৯৭৮)
মস্কো চলচিত্র উৎসব- বিশেষ পুরস্কার(১৯৭৯)
ভেনিস চলচিত্র উৎসব- সেন্ট মার্কের বিশেষ গোল্ডেন লায়ন(১৯৮২)
যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়- ডি লিট (১৯৮০)
কলকাতা বিশ্ববিদ্যালয়- ডি লিট(১৯৮৫)
ভারত সরকার- ভারতরত্ন(১৯৯২) ইত্যাদি
এছাড়াও আরও অনেক অনেক সম্মানে সম্মানিত হয়েছেন আমাদের চলচিত্র জগতের সর্বকালের সেরা পরিচালক শ্রী সত্যজিৎ রায়
এবার আমরা উল্লেখ করছি সত্যজিৎ রায় যে সমস্ত ছায়াছবিতে অবদান রয়েছে তার মধ্যে কিছু ছায়াছবির নাম ও সংক্ষিপ্ত বিবরণ, ইংরাজি ছায়াছবিগুলি ইংরাজিতেই প্রকাশ করা হল
1. Name- THE RIVER
Year- 1951
Production- JEAN RENOIR'S PRODUCTION
Camera Operator- Ramananda Sen Gupta
Flim Editor- George Gale
Music and Technical Advisor- M.A.Partha Sarathy
Screenplay- Rumer Godden and Jean Renoir
Associate Director- Sri Satyajit Ray
2. ছায়াছবির নামঃ বাক্সবদল
ছায়াছবির প্রকাশিত সালঃ ১৯৭০
উৎসঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে
শিল্প নির্দশেনাঃ বংশী চন্দ্রগুপ্ত
সম্পাদনাঃ রমেশ যোশী
ব্যবস্থাপনাঃ নিতাই জানা
পরিচালকঃ নিত্যানন্দ দত্ত
সংগীত পরিচালক ও চিত্রনাট্যঃ সত্যজিৎ রায়
3. ছবির নামঃ গুপী বাঘা ফিরে এলো
ছবির প্রকাশিত সালঃ ১৯৯১
গুপীর ভুমিকায়ঃ শ্রী তপেন চট্টোপাধ্যায়
বাঘার ভুমিকায়ঃ শ্রী রবি ঘোষ
পরিচালকঃ শ্রী সন্দীপ রায়
ক্যামেরাঃ বরুণ রাহা
শিল্প নির্দশেকঃ অশোক বোস
সংগীত পরিচালক, লেখক ও গীতিকারঃ সত্যজিৎ রায়
এছাড়া আরও অনেক ছায়াছবির সাথে যুক্ত ছিলেন সত্যজিৎ রায়, পরে বিস্তারিত আলোচনা হবে। আজ খুবই সংক্ষিপ্ত ভাবে তুলে ধরলাম তাঁর জীবনের কিছু অংশ। কেমন লাগল আমাদের জানান, আমরা চেষ্টা করবো আগামী পর্বে তাঁর আরও কিছু তথ্য তুলে ধরতে। বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা ও প্রণাম রইল।
তথ্য সংগ্রহেঃ শুভদীপ রায় চৌধুরী
#সত্যজিৎরায় #শুভজন্মদিন
#বনেদীয়ানা #সত্যজিৎরায়েরছায়াছবি
#SatyajitRay #HappyBirthdaySatyajit
#SatyajitRayFlimDetails
#Bonediyana
No comments:
Post a Comment