অনুষ্ঠিত
হল বাগবাজার মায়ের ঘাটে লীলাময়
সুন্দরের পুলিনবিহার লীলাবিলাস
"গঙ্গা
তীরে নীরে বিহরয়ে প্রাণ
লীলাময় মা,
ঐ প্রান লীলাময়,
আমাদের প্রভু লীলাময়,
সে যে শচী
মায়ের দুলালিয়া,
ও যে নিতাইচাঁদের ভাই কানাইয়া,
আমাদের ঠাকুরাণির সর্বস্ব
ধন,
সে যে আমাদের
আমাদের আমাদের গো প্রাণ
লীলাময়,
ভাইয়্যা নিতাই লয়ে মধুর
মধুর কথা কয় মা,
আবার ভক্তগণ সঙ্গে
হরি হরি গুণ গায়
মা,
আমাদের প্রাণ লীলাময়.....
পড়েছে রঙীণ ধরা
চরণেতে নুপূর পরা মা,
ও তাঁর গলা হতে
ফুলের মালা চরণে লুটায়
মা,
আমাদের প্রাণ লীলাময়.....
কিবা অলকা তিলকা শোভা
আহা কিবা মনোলোভা মা,
তাহার কটাক্ষ কুসুম
বাণে প্রাণ রাখা দায়
মা,
আমাদের
প্রাণ লীলাময়......
রূপে যোগী জনা যোগ
ভুলে মুণিগণের ধ্যান টলে মা,
রূপে হেরি রতি
কাম ভুমেতে লুটায় মা,
আমাদের প্রাণ লীলাময়........
ভুবন পালক যিনি দেবারাধ্য
গুনমনি মা,
সেই দুই ভাই
এবে এসেছে ধরায় মা,
আমাদের প্রাণ লীলাময়........
তোমার চরণে নতি
ওহে অগতির গতি মা,
সকল সন্তানে রেখো
ওই রাঙা পায় মা,
আমাদের
প্রাণ লীলাময়......
ও সে আমাদের আমাদের
আমাদের গো প্রাণ লীলাময়.....।।
No comments:
Post a Comment