পঞ্চমদোলে বনেদীয়ানা সাক্ষী ইতিহাসেরঃ-
আগামীকাল পঞ্চমদোলের মহোৎসব পালিত হল ভবানীপুর অঞ্চলের নন্দন পরিবারে। ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই নন্দন পরিবার, বনেদীয়ানাও সামিল হল সেই ঐতিহ্যে। শ্রীশ্রীগোপীনাথ জীউ'এর পঞ্চম দোলযাত্রা সত্যই ইতিহাসকে মনে করিয়ে দেয়। লিখলেন সুরজিৎ, চলুন দেখা যাক সেই ইতিহাস ও রীতিনীতির কিছু অংশ।
ঐতিহ্যের পঞ্চমদোল উৎসবঃ- ভবানীপুর নন্দন বাড়ি
ভবানীপুরের স্বর্গীয় শ্রী নিতাই চন্দ্র নন্দন মহাশয়ের নন্দন পরিবারের দোল ও পঞ্চম দোল যাত্রা উৎসব পালিত হয় গৃহদেবতা গোপীনাথ জীউ এবং শ্রীধর নারায়ন জীউ, রাধারমন জীউকে ঘিরে। এছাড়াও নন্দন পরিবারের বহু প্রাচীন পারিবারিক দূর্গোৎসব পালিত হয়, গৃহে নিত্য ইচ্ছাময়ী কালী মাতা ঠাকুরানী ও দেবী জগদ্ধাত্রী সেবিত হন। নন্দন পরিবারের শাক্ত ও বৈষ্ণব উভয় ভাবধারার মেল বন্ধন ঘটেছে। নন্দন পরিবারের গোপীনাথ জীউ বয়স আনুমানিক ৩০০বছরের বেশি। নন্দন পরিবারের সেবিত গৃহদেবতাদের মধ্যে গোপীনাথ জীউ বেশি প্রাচীন। তবুও নন্দন পরিবারের শ্রীশ্রীগোপীনাথ
জীউ আদতেও পরিবারের কুলদেবতা নন। ভবানীপুরের লেডিস পার্ক অঞ্চলের স্বর্গীয় শম্ভু চন্দ্র পাত্রের পাত্র পরিবারের কূল দেবতা ছিলেন গোপীনাথ জীউ। স্বর্গীয় শম্ভু চন্দ্র পাত্রের কোন পুত্র সন্তান ছিল না। সেই কারনে তিনি তাঁর সেজ কন্যা স্বর্গীয়া বন্দনা দেবী হাতে গোপীনাথ জীউ সেবাভার তুলে দেন। স্বর্গীয়া বন্দনা দেবী বিবাহ সূত্রে নন্দন পরিবারের কূল বধূ হওয়ার কারণে ,নন্দন পরিবারের তার হাত ধরেই গোপীনাথ জীউ আগমন ঘটে। গোপীনাথ জীউ অষ্টধাতু দ্বারা নির্মিত। শোনা যায় বহু বার গোপীনাথ জীউ চুরি হয়ে গিয়েছিল। কিন্তু যে চোর চুরি করতো সে নিজে গোপীনাথ জীউকে ফেরত দিয়ে যেত নতুবা গোপীনাথ জীউ স্বপ্নাদেশ তাঁর সন্ধান দিয়ে দিতেন। এবং পুনঃরায় স্বমহিমায় তিনি নিজে ফিরে আসতেন।
দোলযাত্রা, পঞ্চম দোল,রাধাষ্টমী, জন্মাষ্টমী,নন্দ উৎসব, রাসযাত্রা,ফুলদোল, ঝুলনযাত্রা সব উৎসব যথাসাধ্য পালিত হয় গোপীনাথ জীউর। সবচেয়ে বড় উৎসব হিসেবে জন্মাষ্টমী ও তার পরের দিন নন্দ উৎসব পালিত হয় গোপীনাথ জীউ। নিত্য আতপচাল,ফল, বিভিন্ন প্রকার মিষ্টি, তাম্বুল সহযোগে নৈবেদ্য ও দুধ,খই,দই, চিড়ে, মুড়কি গোপীনাথ জীউকে ভোগ দেওয়া হয়। বিশেষ তিথিতে অন্ন,যুগোলান্ন,পুষ্পান্ন ও বিভিন্ন প্রকার ব্যাঞ্জন সহযোগে ভোগ দান করা হয় গোপীনাথ জীউকে।
দোলের আগের
দিন নেঁড়া পোড়া বা চাঁচড় পোড়ানো মাধ্যমে দোল যাত্রা সূচনা হয় নন্দন পরিবারে।পরের দিন দোল যাত্রা এবং দোল যাত্রা ঠিক ৫ দিন পর কৃষ্ণা-পঞ্চমী তিথিতে দেবদোল যাত্রা মাধ্যমে গোপীনাথ জীউ পঞ্চম দোল উৎসব পালিত হয় নন্দন পরিবারে।
৩০০বছরের প্রাচীন গোপীনাথ জীউ'র পঞ্চমদোলের মহোৎসব সত্যই ইতিহাসের পুরাতন কাহিনীকে মনে করিয়ে দেয়। আজও এি পরিবারের সদস্যরা নিষ্ঠার সাথে এবং সেই প্রাচীন ধারাকে মনে করে পুজো করে আসছেন। বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে নন্দন পরিবারের সকল সদস্যবৃন্দদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রীমান্ সৌভিক নন্দন
তথ্য লিপিবদ্ধেঃ- সুরজিৎ সাহা
No comments:
Post a Comment