দোলযাত্রা উপলক্ষে বনেদীয়ানা পরিবার প্রকাশ করে চলেছে বিভিন্ন পরিবারের এবং মন্দিরের দোল উৎসবের কিছু রীতিনীতি, আজও তার ব্যতিক্রম ঘটল না। আজ বনেদীর-বনেদীয়ানা দোলযাত্রা উপলক্ষে আপনাদের সামনে তুলে ধরল উত্তর কোলকাতা দাস পরিবারের শ্রীশ্রীরাধা দীনবন্ধু জীউ'এর কথা,লিখলেন সুরজিৎ।কেমন ভাবে পালন করা হয় দাস পরিবারে দোল উৎসব? কতটা ধারাবাহিকতা ধরে রেখেছেন পরিবারের বর্তমান সদস্যরা? জানতে হলে চলুন দেখা যাক সেই পুজোর কিছু কথা।
দোল উৎসবে উত্তর কলকাতার দাস পরিবারঃ- শ্রীশ্রীরাধা দীনবন্ধু জীউ
উত্তর কোলকাতা দাস পরিবারের রাধা দীনবন্ধু জীউ বয়স আনুমানিক ৪০বছর।এই পরিবারের কুলবধূ শ্রীমতী মেঘবালা দাসীর হাত ধরেই স্নান যাত্রা দিন রাধা দীনবন্ধু জীউ এই পরিবারে প্রতিষ্ঠা পান। শ্রী ধাম নবদ্বীপ থেকে অষ্টধাতু দ্বারা রাধা দীনবন্ধু বিগ্রহ নির্মিত হয়েছিল। দীনবন্ধু জীউ গায়ের রঙ শ্যাম বর্ণের।দোল পূর্ণিমা,রাস উৎসব,ঝুলোনযাত্রা , চন্দন যাত্রা, অন্নকূট, রথযাত্রা ও জন্মাষ্টমী সব তিথি উৎসব যথাসাধ্য পালন করা হয়ে থাকে। প্রতিদিন রাধা দীনবন্ধু জীউ'র
সেবাপূজা হয়ে থাকে। দোল যাত্রা উপলক্ষে রাধা দীনবন্ধু সাথে শ্রীশ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ পূজা হয় এই পরিবারে। দোল যাত্রা আগের দিন রাত থেকে আয়োজন শুরু হয়ে যায়। সকালের মঙ্গল আরতি দ্বারা দোলযাত্রা শুরু হয়ে যায় শ্রীশ্রীরাধা দীনবন্ধু জীউ’র। দোলযাত্রা দিন ভোগে ফুট কড়াই,অন্ন, পাঁচ রকম ভাঁজা,ডাল, তরকারি, চাটনি,পায়েস ও বিভিন্ন প্রকার মিষ্টি ভোগে দেওয়া হয়। রথযাত্রা দিন নিমকি ভোগে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিশেষ তিথিতে বিশেষ ভোগ ব্যাবস্থা থাকে।বিভিন্ন প্রকার মিষ্টি সহযোগে ভোগ দেওয়া হয়,বনেদীয়ানা তারপর শুরু হয় রঙ খেলা, পরিবারের
সকল সদস্যবৃন্দ ভগবানের শ্রীচরণে ভক্তির সাথে আবির দেয়। বিকালে কীর্তনের আসর বসে। সন্ধ্যায়
সন্ধ্যারতির মাধ্যমে পরিবারের দোল উৎসবের সমাপ্তি ঘটে। বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে
দাস পরিবারের সকল সদস্যবৃন্দদের জানাই আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।
কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রীমান্ নির্মাল্য দাস
তথ্য লিপিবদ্ধেঃ- সুরজিৎ সাহা
No comments:
Post a Comment