শারদ ই-পত্রিকা উদ্বোধন ২০১৯
বনেদীয়ানা আজ পরিপূর্ণ ও সাফল্য অর্জন করল। আজ উদ্বোধন হল বনেদীর-বনেদীয়ানা "ROTARACT CLUB OF KASBA
TRADITIONAL HERITAGE"-এর শারদঅর্ঘ্য, ROTARY CLUB OF KASBA-য়। উপস্থিত ছিলেন নবাব ওয়াজিদ আলির বংশধর শাহানশাহ্ মির্জা মহাশয়, উপস্থিত ছিলেন অভিনেতা শ্রী সুমন কুণ্ডু মহাশয়, উপস্থিত ছিলেন যোগেশচন্দ্র চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতি সোনালী রায়, অধ্যাপক শ্রী নির্বাণ নন্দী ও অধ্যাপক শ্রী সুভাষ হালদার। উপস্থিত ছিলেন দূরদর্শন সংবাদমাধ্যমের প্রতিনিধি শ্রীমতি কমলিকা মল্লিক মহাশয়া, ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর অন্যতম প্রতিনিধি শ্রী সুপ্রতিক সেনগুপ্ত, ছিলেন সংবাদমাধ্যমের আরও অনেক প্রতিনিধি এবং বনেদীয়ানা পরিবারের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন শ্রীমান সূর্যশেখর রায় চৌধুরী, অনুষ্ঠানের প্রথম পর্যায় আলোচনা হল- কলকাতার দুর্গাপুজো নিয়ে এক বিশেষ পর্ব, শাহানশাহ্ মির্জা মহাশয় শোনালেন তাদের ঐতিহ্যময় নবাব পরিবারের কাহিনী। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় অভিনেতা সুমন কুণ্ডু বললেন দুর্গাপুজো নিয়ে কিছু কথা এবং তার "জগতজননী মা সারদা"-ধারাবাহিকের কিছু অংশ। এছাড়া বিভিন্ন গুণি মানুষের উপস্থিতিতে বনেদীয়ানা পরিবারের পত্রিকা উদ্বোধন হল। বনেদীয়ানা পরিবারের জয়যাত্রা আরও প্রসারিত হোক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন বনেদীয়ানা পরিবারের সদস্য শ্রীমান সৌমজিৎ মাইতি। পত্রিকার মূলভাবনায় ছিলেন দুই সদস্য শ্রীমান অমিত দে এবং শ্রীমান দেবোপম হালদার।
পত্রিকাটি পাওয়া যাবে কৌলালের ওয়েবসাইটে। লিঙ্ক নীচে দেওয়া হল।
সবাইকে বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে শারদ শুভেচ্ছা রইল।
পত্রিকার লিঙ্ক-
https://bengali.koulal.com/durgay-durga-2019/?fbclid=IwAR1E8UZjDIqEWoTXa4n0m6yC-QO7kbGbtUJlLB9MLCLp8pmOiI2EA4e8K2o