Saturday, September 28, 2019

"ROTARACT CLUB OF KASBA TRADITIONAL HERITAGE"-এর শারদঅর্ঘ্য


শারদ -পত্রিকা উদ্বোধন ২০১৯

 বনেদীয়ানা আজ পরিপূর্ণ সাফল্য অর্জন করল আজ উদ্বোধন হল বনেদীর-বনেদীয়ানা "ROTARACT CLUB OF KASBA TRADITIONAL HERITAGE"-এর শারদঅর্ঘ্য, ROTARY CLUB OF KASBA- উপস্থিত ছিলেন নবাব ওয়াজিদ আলির বংশধর শাহানশাহ্মির্জা মহাশয়, উপস্থিত ছিলেন অভিনেতা শ্রী সুমন কুণ্ডু মহাশয়, উপস্থিত ছিলেন যোগেশচন্দ্র চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতি সোনালী রায়, অধ্যাপক শ্রী নির্বাণ নন্দী অধ্যাপক শ্রী সুভাষ হালদার উপস্থিত ছিলেন দূরদর্শন সংবাদমাধ্যমের প্রতিনিধি শ্রীমতি কমলিকা মল্লিক মহাশয়া, ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর অন্যতম প্রতিনিধি শ্রী সুপ্রতিক সেনগুপ্ত, ছিলেন সংবাদমাধ্যমের আরও অনেক প্রতিনিধি এবং বনেদীয়ানা পরিবারের সকল সদস্যবৃন্দ
 অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলেন শ্রীমান সূর্যশেখর রায় চৌধুরী, অনুষ্ঠানের প্রথম পর্যায় আলোচনা হল- কলকাতার দুর্গাপুজো নিয়ে এক বিশেষ পর্ব, শাহানশাহ্মির্জা মহাশয় শোনালেন তাদের ঐতিহ্যময় নবাব পরিবারের কাহিনী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হল
 অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় অভিনেতা সুমন কুণ্ডু বললেন দুর্গাপুজো নিয়ে কিছু কথা এবং তার "জগতজননী মা সারদা"-ধারাবাহিকের কিছু অংশ এছাড়া বিভিন্ন গুণি মানুষের উপস্থিতিতে বনেদীয়ানা পরিবারের পত্রিকা উদ্বোধন হল বনেদীয়ানা পরিবারের জয়যাত্রা আরও প্রসারিত হোক সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন বনেদীয়ানা পরিবারের সদস্য শ্রীমান সৌমজিৎ মাইতি পত্রিকার মূলভাবনায় ছিলেন দুই সদস্য শ্রীমান অমিত দে এবং শ্রীমান দেবোপম হালদার
পত্রিকাটি পাওয়া যাবে কৌলালের ওয়েবসাইটে লিঙ্ক নীচে দেওয়া হল
সবাইকে বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে শারদ শুভেচ্ছা রইল

পত্রিকার লিঙ্ক-
https://bengali.koulal.com/durgay-durga-2019/?fbclid=IwAR1E8UZjDIqEWoTXa4n0m6yC-QO7kbGbtUJlLB9MLCLp8pmOiI2EA4e8K2o


























Friday, September 27, 2019

ব্যারাকপুরের মন্ডল পরিবারঃ- আন্তরিকতায়


বাড়ির উমাবন্দনাঃ-

 আজ এক অন্যধরনের তথ্য লিপিবদ্ধ করা হল বনেদীয়ানা', নবীন বাড়ির দুর্গাপুজো নিয়ে, সেই বাড়ির পুজো নবীন হলেও সেই পুজোয় আন্তরিকতা আর নিষ্ঠার কোন অংশ কম নেই তাই বনেদীয়ানা পরিবার বনেদী বাড়ির দুর্গাপুজোর ইতিহাসের সাথে সাথে এই নবীন বাড়ির পুজোর কিছু রীতিনীতিও তুলে ধরল হ্যাঁ,ব্যারাকপুর অঞ্চলের মন্ডল পরিবারের দুর্গাপুজোর কথাই বলছি লিখলেন বনেদীয়ানা পরিবারের সদস্য শ্রীমান শুভদীপ রায় চৌধুরী চলুন দেখা যাক সেই পুজোর সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত তথ্য

 ব্যারাকপুরের মন্ডল পরিবারঃ- আন্তরিকতায়
 দুর্গাপুজো শুরু হয়েছে আন্তরিকতার মধ্যদিয়ে নবীন পুজোই বলা যেতে পারে তবে পুজোর নিষ্ঠার কোন অভাব নেই পুজোর সংকল্প হয় শ্রীশ্রীসারদাজননীর নামে সপ্তমীর নবপত্রিকা স্নান হয় ব্যারাকপুর অঞ্চলের প্রাচীন অন্নপূর্ণা মন্দিরের ঘাটে এই অন্নপূর্ণা মন্দির রাণী রাসমনির কন্যা জগদম্বাদেবী প্রতিষ্ঠিত, বাংলার ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে অন্যতম এই মন্দির কলাবউ স্নানের পর তিনি মায়ের মন্দিরে আসেন এবং মন্দির প্রদক্ষিণের করেন তারপর দুর্গামণ্ডপে নিয়ে যাওয়া হয় এই বাড়ির রীতি হল পুজো শুরুর আগে নিমন্ত্রণ করা হয় অন্নপূর্ণা মন্দিরের মা অন্নপূর্ণাকে এবং বাগবাজারের শ্রীশ্রীসারদাজননীকে সপ্তমী থেকে দশমী অবধি মায়ের আমিষ ভোগই নিবেদন করা হয়

মহাষ্টমী আর সন্ধিপূজাতে চালকুমড়ো বলিদান হয় দশমীর দিন ইলিশমাছ ভাজা, কচুর শাক, পান্তাভাত ইত্যাদি নিবেদন করা হয় মহানবমীর দিন এই বাড়িতে নৃত্যাঞ্জলীর আয়োজন করা হয় এই ভাবে আন্তরিকতার মধ্যদিয়ে পুজো হয় মন্ডল পরিবারে, মা সিংহবাহিনী পূজা নিতে আসেন এই পরিবারে




কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রী ভাস্বর নন্দী
তথ্যসূত্র লিপিবদ্ধেঃ- শ্রীমান শুভদীপ রায় চৌধুরী