Wednesday, September 25, 2019

বাড়ির পুজোর ধারাবাহিকতাঃ- কাঞ্জিলাল বাড়ি


ঐতিহ্যের ইতিহাসপর্বঃ
 আজ একটু প্রাচীন বাড়ির দুর্গাপুজোর ইতিহাস নিয়ে কথা বলব, বনেদী বাড়ির তালিকায় সেই বাড়ির কথা উল্লেখ না থাকলেও এই বাড়ির পুজো পুরানো পুজো এবং পরিবারের নিষ্ঠা এবং আড়ম্বরে কোন কম নেই আজ আমরা খড়দহ অঞ্চলের কাঞ্জিলাল বাড়ির দুর্গাপুজোর ইতিহাস এবং রীতিনীতি নিয়ে আলোচনা করবো চলুন দেখা যাক সেই বাড়ির রীতিনীতির ইতিহাস

বাড়ির পুজোর ধারাবাহিকতাঃ- কাঞ্জিলাল বাড়ি
 এই বাড়ির পুজো বাংলাদেশে প্রথম শুরু হয়েছিল তখন কাঞ্জিলাল পরিবার বাংলাদেশে থাকত, বাংলাদেশ ত্যাগ করার পর তারা রিষড়ায় থাকতে শুরু করেন কাঞ্জিলাল পরিবারের সদস্যরা সেই পুজো ১৯৫১ সাল অবধি হয়েছিল তারপর পরিবারের বিবাদের কারণে সেই প্রাচীন পুজো বন্ধ হয়ে যায়, কাঞ্জিলাল পরিবারের  গৃহদেবী মা চণ্ডী, পুজো বন্ধ থাকাকালীন সেই মা চণ্ডীর মূর্তিতে পুজো হত পরবর্তীকালে সেই চণ্ডীমূর্তিতেও দুর্গাপুজোতে বিপত্তি আসায় কাঞ্জিলাল বাড়ির দুর্গাপুজো সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়
 পরবর্তীকালে কাঞ্জিলাল বাড়ির সদস্যরা খড়দহের বাড়িতে স্থানান্তরিত হয়ে আসায় তখন আবার সেই পুরানো পুজো শুরু করা হয় আবার সেই পুজো শুরু হয়ে গেল কাঞ্জিলাল বাড়িতে যা আজও হয়ে আসছে সাড়ম্বরে এই বাড়িতে বৃহৎনান্দীকেশ্বর পুরাণ মতে মাতৃপূজা হয়ে থাকে দুর্গাপুজোর সংকল্প হয় শ্রীশ্রীসারদাজননীর নামে
 দুর্গাপুজোতে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয়, প্রায় ১৯প্রকারের ভোগ দেওয়া হয় মাকে ভোগে থাকে সাদাভাত, সুক্তনি, ভাজা, ডাল, পোলাও, খিচুড়ি, বিভিন্ন রকমের তরকারি যেমন ছানার ডালনা, ফুলকপির তরকারি, মাছভাজা, পোস্ত ইলিশ, রুইমাছের কালিয়া, পায়েস, পিঠেপুলি, ক্ষীর, দই, মিষ্টান্ন, পান ইত্যাদি এইভাবেই কাঞ্জিলাল বাড়িতে আজও নিষ্ঠার সাথে পুজো করা হয়

কৃতজ্ঞতাস্বীকারঃ-শ্রী দীপাঞ্জন কাঞ্জিলাল
তথ্যসূত্র লিপিবদ্ধেঃ- শ্রীমান শুভদীপ রায় চৌধুরী



No comments:

Post a Comment