Thursday, September 19, 2019

মেদিনীপুর নন্দী বাড়ির পুজো


ঐতিহ্যের ইতিহাসপর্বঃ
 আজ প্রকাশিত হল মেদিনীপুরের নন্দী পরিবারের দুর্গাপুজোর সংক্ষিপ্ত ইতিহাস লিপিবদ্ধ করলেন বনেদীয়ানা পরিবারের সদস্যা শ্রীমতী দেবযানী বসু চলুন দেখা যাক সেই  পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস
মেদিনীপুর  নন্দী  বাড়ির পুজো

 মেদিনীপুর  শহরের  পুরোনো পুজোগুলির  মধ্যে  অন্যতম  নন্দী  বাড়ির  দশভুজা  মা  মহিষাসুর  মর্দিনী  পুজো | একসময়  এই পরিবার  ছিল  অঞ্চলের  জমিদার| এখন  সেসব  অতীত| তবু তিনশো  পঞ্চাশ  বছর  ধরে  চলে  আসা  পুজোর  ছেদ  পড়েনি  কখনো| বংশপরম্পরায়  আজও  উড়িষ্যা  থেকে  পুরোহিত  আসেন পুজো  করতে| পুজোর  জাঁকজমক  কমে  এলেও  নিয়মনীতি  মানা  হয়  পুরোনো  দিনের  মতোই| খুব  সুন্দর  দশভুজা  মাতৃময়ী  প্রতিমা| সারা  মেদিনীপুর  শহরের  আগ্রহ  নিয়ে  যোগ  দেয়  এই পুজোর  সব অনুষ্ঠানে| পুরোনো  দিনে  কাধে  করে  প্রতিমা  বিসর্জন  হতোএখন  লোহার  গাড়িতে  করে  বিসর্জন  হয় কংসাবতী  নদীতে|
তথ্যসূত্রঃ- শ্রী সৌমদীপ নন্দী
লিপিবদ্ধেঃ- শ্রীমতী দেবযানী বসু



No comments:

Post a Comment