Wednesday, September 18, 2019

বাংলাদেশের পাবনা জেলার গোড়রী গ্রামের সাহা বাড়ির দুর্গাপুজো


ঐতিহ্যের ইতিহাসপর্বঃ
 আজ প্রকাশিত হল বাংলাদেশের সাহা পরিবারের দুর্গাপুজোর ইতিহাস সেই পুজোর ইতিহাস লিপিবদ্ধ করলেন বনেদীয়ানার সদস্যা শ্রীমতী দেবযানী বসু চলুন দেখা যাক বাংলাদেশের সেই বাড়ির ইতিহাস
বাংলাদেশের  পাবনা  জেলার  গোড়রী গ্রামের  সাহা  বাড়ির দুর্গাপুজো



কথায়  আছে  পরিশ্রম  আর  নিষ্ঠা  দ্বারা  মানুষ সব  প্রতিকূলতা  জয়  করতে পারে|
যাদের  অন্নসংস্থান  ছিল  না প্রতিদিনের,  তারা  হলেন  জমিদার|কোনো  কাজই যে  হেলাফেলার  নয় | তাই  গ্রামে  গ্রামে  ঘুরে  মশলা  বিক্রি  করতেন,  কাঁধে নিয়ে  বয়ে  বেড়াতেন  ভারী  বস্তা | ক্রমে  উন্নতি,    ধীরে  ধীরে  জমিদারি  প্রতিষ্ঠা |
গোপালচন্দ্র সাহা,  ভগবানচন্দ্র  সাহা,  আর  অভয়চরণ সাহা নামক  তিনভাই এইভাবেই  জমিদারি  প্রতিষ্ঠিত করেন | ক্রমে  গোড়রী  গ্রামে  খুব  জনপ্রিয়  হন তারা| বসতবাড়ি,  পুকুর,  ঠাকুরদালান সবই  গড়ে  ওঠে একে  একে| তারপর   একশ পঞ্চাশ বছর  আগে দালানে  দুর্গোৎসব  এর সূচনা|  কথিত  আছে মা দূর্গা  এদের  কাছে  শশা  খেতে  চেয়েছিলেন,  তাই শশা  এখানে  পুজোর  মূল  উপকরণ| বাংলাদেশের  স্বাধীনতা  যুদ্ধের  সময়  ঠাকুরদালান  ক্ষতিগ্রস্ত  হয়,  দুবছর  পর  ছাদ  ধসে  পড়ে | বন্ধ  হয়ে  যায়  পুজো| প্রায়  তিন দশক  পর  বর্তমান  প্রজন্ম  নতুন করে  শুরু  করেছেন  পুজো| ঠাকুরদালান  পুনর্নির্মাণ  করার  কাজ  চলছে  জোরকদমে|

তথ্য  সূত্র : সৈকত  সাহা,   বাংলাদেশ
তথ্য লিপিবদ্ধেঃ- শ্রীমতী দেবযানী বসু(সাংবাদিক)
#বাংলাদেশেরদুর্গাপুজো
#বনেদীয়ানা২০১৯

No comments:

Post a Comment