Wednesday, September 4, 2019

বিডন স্ট্রিটের ভট্টাচার্য্য বাড়িঃ- বনেদীপুজো


ঐতিহ্যের ইতিহাসপর্বঃ
 আজ প্রকাশিত হল উত্তর কলকাতার বিডন স্ট্রিটের ভট্টাচার্য্য বাড়ির দুর্গাপুজোর ইতিহাস লিপিবদ্ধ করলেন বনেদীয়ানা পরিবারের সদস্য শ্রীমান শুভদীপ রায় চৌধুরী চলুন দেখা যাক সেই পরিবারের ইতিহাস

বিডন স্ট্রিটের ভট্টাচার্য্য বাড়িঃ- বনেদীপুজো

 আজ থেকে প্রায় ১০৭ বছর আগে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে দুর্গাপুজো শুরু হয় ভট্টাচার্য্য বাটীতে এই পরিবারের দুর্গাপুজো শুরু করেন শ্রী রাজকুমার ভট্টাচার্য্য মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো শুরু করেছিলেন রাজকুমার বাবু প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন ভট্টাচার্য্য বাটীতেই তবে খুবই সাধারণ ভাবে তিনি পূজা শুরু করেন ভট্টাচার্য বাড়ির মন্দিরে  তবে চাকচিক্য হীন সাদামাটা ভাবেএই ভাবে কিছু বছর কেটে যাওয়ার পর রাজকুমার ভট্টাচার্য তাঁর মায়ের পূজা তাঁর পাঁচ ছেলের হাতে মাকে সপেদেন এবং তিনি অর্থাৎ রাজকুমার ভট্টাচার্য শেষ নিশ্বাস ত্যাগ করেনএই ভাবে কিছু বছর কেটে যাবার পর রাজকুমার ভট্টাচার্য এর দ্বিতীয় পুত্র স্বর্গীয় সারদা চরণ শাস্ত্রীর (প্রসঙ্গত বলে রাখি সারদা চরণ শাস্ত্রী ছিলেন শ্রী শ্রী বামাক্ষেপার শেষ শিষ্য ছিলেন) সহধর্মিণী শ্রীমতী মনিমালা দেবী খুব ইচ্ছা ছিল কন্যা সন্তানের তাই তিনি মায়ের কাছে প্রার্থনা করতেন একটা কন্যা সন্তানেরএই ভাবে কিছু দিন যাবার পর মা মহামায়া মনিমালা দেবী কে স্বপ্নে দেখা দেন এবং নির্দেশ দেন "এই ভট্টাচার্য বাড়িতে মায়ের মূর্তি পূজা শুরু করতে এবং মা বলেন তার অঙ্গের রঙ হবে শিউলি ফুলের বোটার রঙেরএবং মা বলেন তাকে চণ্ডিকা রূপে পূজা  করতে"এই বলে মা অন্তর্ধান হয়ে যান তার কিছু মাস পর ভট্টাচার্য বাড়িতে এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করেএইভাবে মায়ের পূজার সূচনা হয় ভট্টাচার্য বাড়িতে এবং আজও সেই একই নিয়ম ধরাই পূজা হয়ে আসছেতবে আগেকার মত সেই জৌলুস নেই কিন্তূ মায়ের পূজার কোনো খামতি হয় না ভট্টাচার্য বাড়িতে মায়ের পূজা শুরু হয় পঞ্চমীর দিন সন্ধে বেলাতে অধিবাস দিয়ে আর সমাপ্তি হয় অপরাজিতা পূজার মধ্যে দিয়েমায়ের ভোগের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া হয় ষষ্ঠীর দিন লুচি পায়েস,সপ্তমীতে খিচুড়ি,ভাজা,তরকারি,মিষ্টি,অষ্টমীতে মায়ের লুচি,ভাজা,পাঁচ ছয় রকমের তরকারি,পায়েস,মিষ্টি,পান আর নবমীর দিন মাকে মাছ ভোগ দেওয়া হয়মা ভট্টাচার্য বাড়িতে কন্যা রূপে পূজিতা হন তাই মায়ের বিদায় জয় বরণ কনকানজলি,সিঁদুর খেলার মাধ্যমেসারাবছর পরিবারের সবাই খুব ব্যাস্ত থাকে কিন্তু পুজোর কটা দিন পুরো পরিবার (৪৫জন) একসাথে মিলে মায়ের আরাধনা করা হয়
কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রী সৌরভ ভট্টাচার্য্য
তথ্য লিপিবদ্ধেঃ- শ্রীমান শুভদীপ রায় চৌধুরী
বাড়ির ঠিকানাঃ- ৯৬ বিডন স্ট্রিট, কলকাতা-৭০০০০৬
Sourav Bhattacharjee




No comments:

Post a Comment