Tuesday, August 27, 2019

আভিজাত্যে বনেদী বাড়িঃ- বর্ধমানের রায় পরিবার


ঐতিহ্যের ইতিহাসপর্বঃ
           আজ প্রকাশিত হল  বর্ধমান জেলার উখড়া রায় বাড়ির দুর্গাপুজোর ইতিহাস৷ বনেদীয়ানা পরিবার কৃতজ্ঞতাস্বীকার করে শ্রীমান অর্ক রায়, তার এই মূল্যবান তথ্য প্রদান করার জন্য। তথ্যসংগ্রহ লিপিবদ্ধ করলেন বনেদীয়ানা পরিবারের সদস্য শ্রীমান্ সুরজিৎ সাহা চলুন জানা যাক এই পুজোর ইতিহাস

আভিজাত্যে বনেদী বাড়িঃ- বর্ধমানের রায় পরিবার
বর্ধমান জেলার উখড়া গ্রামে দুর্গাপুজোর সুচনা করেন রামযাদব রায় রায় পরিবারের দুর্গাপুজো এবছর ২৭৮ বছরে পদার্পণ করবে৷ এই পরিবারের মূল পদবী চট্টোপাধ্যায় জমিদারী সূত্রে ইংরেজ সরকার "রায় বাহাদুর" উপাধি দেন রামযাদব রায় কে ,সেই সূত্রে এই পরিবার রায়  পদবী লাভ করে৷ বিগত ১০ পুরুষ ধরে রায় পরিবার এই পুজো করে আসছে৷
উখড়া রায় বাড়ির দুর্গাপুজো সম্পূর্ণ তন্ত্র মতে হয় এই বাড়িতে দেবীকে সপ্তমী , অষ্টমী , নবমী দশমী চার দিন অন্নভোগ দেওয়া হয় সপ্তমীর দিন সাত, অষ্টমীতে আট রকমের   নবমীতে নয় প্রকার ভাজা মাকে ভোগে দেওয়া হয়৷ গবিন্দ ভোগ আতপ চালের ভাত, বাড়িতে বানানো ঘি, আমের চাটনি, পরমান্ন বিভিন্ন প্রকার মিষ্টি সহযোগে মায়ের ভোগ হয়ে থাকে৷ নবমীর দিন মাটির পাত্রে আদা সহযোগে মাংস রান্না করে মাকে ভোগ দেওয়া হয় দশমীর দিন মাছ পোঁড়া এবং বাড়িতে যা রান্না হয় তাই দিয়ে মায়ের ভোগদানের দ্বারা দেবীর বিজয়া দশমী পূজা সম্পন্ন হয়ে থাকে৷
 রায় বাড়িতে দেবীর কাছে বলিদান প্রথা প্রচলিত আছে সপ্তমী তিথিতে দেবীর কাছে চালকুমড়ো বলিদান হয় অষ্টমী তিথিতে একটি সাদা ছাগ নবমীতে ২০-টির বেশী ছাগ বলি হয় থাকে আশেপাশের বাড়ির গ্রামবাসীরা মায়ের কাছে মানসিক পূরণের জন্য ছাগ বলি দিয়ে থাকে৷ নবমীর দিন এই বাড়িতে প্রায় ৫০০জন মানুষ প্রসাদ পান৷ এই বাড়িতে -টি শিব লিঙ্গ প্রতিষ্ঠিত আছেন৷ ষষ্ঠীর দিন শিব পূজা হয়ে থাকে এই শিব পূজার বিশেষত্ব হল দেবাদিদেব মহাদেবের কাছে গৌরীকে আনতে যাওয়ার জন্য অনুমতি নেওয়া মহাদেবের মাথা থেকে ফুল না পড়া পযন্ত সপ্তমী তিথিতে নবপত্রিকা স্নানে বের হতে পারে না

অতীতে এই পরিবারের দূগা পূজা হাতে আঁকা চিত্র পটে ঘটের দ্বারা সম্পন্ন হত৷2004সালে দেবীর স্বপ্নাদেশে পাথরের মূর্তি  স্থাপন হয় এবং এই মূর্তিতেই  প্রতিবছর পূজা হয়ে থাকে এই মূর্তি বিসর্জন হয় না,প্রতি বছর শুধু মাত্র অঙ্গরাগ করা হয় এই বাড়িতে একটি গন্ধরাজ লেবুর গাছ আছে সেই গাছে বছরে শুধু মাত্র -টি লেবু ধরে তাও আবার দূগা পূজোর ২৫দিন আগে এই লেবু শুধু মাত্র মায়ের ভোগে দেওয়া হয় পূজোর চারদিন এই বাড়িতে রাত্রে কীর্তনগান হয়। ৷
কীভাবে যাবেন- হাওড়া স্টেশন থেকে 5/6 নং প্লাটফর্ম 6.45am হল এক্সপ্রেস করে আপনারে চাইলে পঃ বধমাণ জেলার উখড়া গ্রামের এই দূগা পূজা দশন করে আসতে পারেন
কৃতজ্ঞতাস্বীকার- অর্ক রায়
তথ্যসূত্র সংগ্রহ লিপিবদ্ধকরনেঃ সুরজিৎ সাহা


No comments:

Post a Comment