দীপান্বিতাপর্বঃ-৩
আজ প্রকাশিত হল বাংলাদেশের
১২২বছরের প্রাচীন মুখোপাধ্যায় পরিবারের কালীপুজোর ইতিহাস। বর্তমানে এই পরিবারের কালীপুজো
কলকাতায় অনুষ্ঠিত হয় মুখোপাধ্যায় পরিবারেই। লিখছেন বনেদীয়ানা পরিবারের সদস্য শ্রীমান
শুভদীপ রায় চৌধুরী। চলুন দেখা যাক সেই বাড়ির কালীপুজোর ইতিহাস।
দীপান্বিতায় মুখোপাধ্যায় বাড়িঃ- বাংলাদেশের মাদারিপুর
আজ
থেকে ১২২ বছর পূর্বে অধুনা বাংলাদেশের কোটালিপাড়ার মাদারিপুরে শুরু হয় মুখোপাধ্যায় পরিবারের কালী পূজা।
প্রাচীন নথিপত্র থেকে জানা যায় এই শাক্ত বংশে দূর্গাপূজাও সাড়ম্বরে পালিত হত কিন্তু এই পরিবারের অন্যতম প্রধান ব্যক্তি স্বর্গীয় রাসমোহন মুখোপাধ্যায় লোকবলের অভাবে এই পূজা বন্ধ করেন তবে তিনি তার পুত্রদের প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নেনে যে কালীপূজা বন্ধ করা যাবেনা।সেই থেকে এই পূজা হয়ে আসছে একই ভাবে। কোন এক সময় এই বংশে পশুবলি প্রথা ছিল প্রচলিত ছিল কিন্তু কোন এক কারণে একবার এই বলি বন্ধ হয় এবং দেবীমূর্তির রং পরিবর্তন হয়ে শ্যামা হয়।আজ বলির পরিবর্তে পাঠার সম ওজনে চিনি ও মন্ডার নৈবেদ্য নিবেদিত হয়।আর একটি বিশেষ প্রথা হল ভোগের সাথে দেবীকে লেবুপান্তা নামক বিশেষ ভোগ দেওয়া হয়।নামে পান্তা হলেও এটি কিন্তু পূজার রাত্রেই প্রস্তুত করা হয়।আতপচালের ভাতে জল দিয়ে তাতে নারকেল কুচি গন্ধরাজ লেবু,কলা, লংকা ও লেবুপাতা দিয়ে এটি তৈরি করা হয়।দেবী এলোকেশী রূপে আসেন ও বাড়ির নিজস্ব অলংকার এ সালংকারা হয়ে ওঠেন।বরণের সময় বাড়ির মহিলারা কানে কানে দেবীকে বলে দেন "এ বছর কাদতে কাদতে যাচ্ছ মাগো আগামী বার হাসতে হাসতে এস"। আর একটি প্রথা হল দেবীকে নিবেদিত বিশেষ অর্ঘ টি বিসর্জনের আগে আঁচল পেতে দাড়ান বাড়ির সবচেয়ে বড় মহিলা কে দিয়ে দেওয়া হয়।কালে নিয়মে হয়ত অনেক কিছু রাস পেয়েছে তবে আজও স্বমহিমায় মুখোপাধ্যায় পরিবারের এই পূজা চলে আসছে।।
কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রী সপ্তর্ষি মুখোপাধ্যায়
তথ্যসূত্র লিপিবদ্ধেঃ- শ্রীমান্ শুভদীপ রায় চৌধুরী
No comments:
Post a Comment