Friday, November 1, 2019

ঐতিহ্যের হৈমন্তীপর্বঃ- শান্তিপুরের লাল জগদ্ধাত্রী


ঐতিহ্যের হৈমন্তীপর্বঃ-

বনেদীয়ানা প্রাচীন জগদ্ধাত্রী পুজো নিয়ে লিপিবদ্ধ শুরু করেছে তাদের ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে কেমন লাগল আগের দুইটি পর্ব??? তৃতীয়পর্ব লিখলেন সদস্যা শ্রীমতী দেবযানী বসু লিখলেন শান্তিপুর অঞ্চলের সূত্রধর পাড়ার লাল জগদ্ধাত্রীপুজো নিয়ে চলুন দেখা যাক সেই পুজোর ইতিহাস রীতিনীতি
ঐতিহ্যের হৈমন্তীপর্বঃ- শান্তিপুরের লাল জগদ্ধাত্রী
ধ্যানমন্ত্রে আছে দেবী জগদ্ধাত্রী বালার্কসদৃশীতনু অর্থাৎ নবোদিত ন্যায় গাত্রবর্ণ তাঁর| ব্রাম্মমুহূর্তে অন্ধকার কাটিয়ে দিবাকর যখন দেখা দেন লাল টকটকে দেখায়| এই পর্বে যে জগদ্ধাত্রীর কথা বলবো তিনি নবোদিত সূর্যের মতো লাল| তিনি ব্রহ্মস্বরূপা| শান্তিপুর সূত্রধর সম্প্রদায়ের বহু দিনের আরাধ্যা তিনি| একশ চৌষট্টি বছর ধরে চলে আসছে পুজো|

সূত্রধর সম্প্রদায়ের মানুষ পুজোর আসরে ব্রাত্য ছিলেন| তাই তারা পুজো শুরু করেন আলাদাভাবে| আজ সে পুজোর জাঁকজমক বেড়েছে বহুগুনে| বারোয়ারি পুজো হলেও খুব নিষ্ঠা নিয়ম মেনে পুজো হয়| ভোরবেলা পুজো শুরু| নবমীতে তিনদিন পুজো হয়| সুত্রধররা নিচু জাত বলে রন্ধন ভোগ দেয়ার অধিকার নেই তাঁদের| তাই সমস্ত ভোগ কাঁচা দেয়া হয়| শোনা যায় একজন ভোগ রান্নার চেষ্টা করেছিল, তারপরই তাঁর মৃত্যু হয়| এরপর আর কেউ সে চেষ্টা করেনি| দশমীর দিন পুরোহিত ঘট নাড়িয়ে বিসর্জন দেন| একাদশীর সন্ধ্যার সময় শোভাযাত্রা করে বিসর্জন হয় প্রতিমা|

সিংহবাহনা বিরাট মূর্তি মায়ের| সুসজ্জিত নানা অলংকারে| মাথায় রুপোর মুকুট, কপালে সোনারুপোর টিপ সাজানো| নাকে বড়ো নথ| মূর্তির পিছনে থাকে সাদা পদ্মের চালচিত্র| যার অনেকটাই উদ্যোক্তাদের হাতে তৈরি|
কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রী কিন্নর সেন[সম্পাদক, সূত্রধর পাড়া বারোয়ারী]
তথ্যসূত্র লিপিবদ্ধেঃ- শ্রীমতী দেবযানী বসু



No comments:

Post a Comment