ঐতিহ্যের হৈমন্তীপর্বঃ- ৯
আজ জগদ্ধাত্রীপুজোর প্রতিমা বিসর্জনপর্ব। আবার এক বছরের অপেক্ষা সবার। এর মধ্যেই আমাদের বনেদীয়ানাতে চলছে জগদ্ধাত্রীপুজো নিয়ে বেশ কিছু কাহিনীর পর্বালোচনা। আজ প্রকাশিত হল কলকাতার প্রামানিক বাড়ির জগদ্ধাত্রীপুজোর ইতিহাস, লিখলেন শুভদীপ। সাহায্য করলেন প্রামানিক বাড়ির সদস্যা শ্রীমতী অর্পিতা প্রামানিক। চলুন দেখা যাক সেই ইতিহাস।
ঐতিহ্যের হৈমন্তীপর্বে প্রামানিক বাড়িঃ- কলকাতা
কলকাতার প্রাচীনতম জগদ্ধাত্রীপুজোর মধ্যে অন্যতম পুজো এই প্রামানিক বাড়ির পুজো। এই বাড়ির পুজো আনুমানিক সাড়ে তিনশো বছরের। উত্তরাধিকার সূত্রে আজও এই প্রজন্মের সদস্যরা নিষ্ঠা দিয়ে মায়ের পুজো করে আসছেন। এই বাড়ির মা জগদ্ধাত্রীকে কন্যারূপেই আরাধনা করা হয়। তাই জগদ্ধাত্রীপুজোর বিসর্জনের সময় এই বাড়িতে কনকাঞ্জলিপ্রথাও রয়েছে। এই বাড়ির জগদ্ধাত্রীপুজো নবমীর তিথিতে তিনবার পুজো হয়। যে সময় প্রামানিক বাড়ির পুজো শুরু হয় তখন এই অঞ্চলের নাম গোবিন্দপুর। অতীতে পুজোর সময় মোষ ও পাঁঠাবলিদান হত কিন্তু বর্তমানে তা বন্ধ। তিন খিলানের পুজোর দালানে আজও রয়েছে কাচের ফানুস। কাঠের সিংহাসনের ওপর দেবীকে বসানো হয়। বাংলার সাবেক রীতির ডাকের সাজের প্রতিমা। প্রতিমার গায়ের রঙ হলুদ। এই বাড়ির পুজো হয় সম্পূর্ণ তান্ত্রিক মতে। এই প্রামানিক বাড়ির পুজোতে কোন অন্নভোগ হয় না। এই বাড়ির ভোগে থাকে লুচি, পাঁচ রকমের ভাজা, মিষ্টান্ন ইত্যাদি। দেবীর পুজোর কা করেন বাড়ির মেয়েরাই। এই ভাবে ঐতিহ্যের সাথে ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে আজও পুজো হয়ে আসছে প্রামানিক বাড়িতে। ইতিহাস কথা বলে এই বাড়ির ঠাকুরদালানে।
কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রীমতী অর্পিতা প্রামানিক
তথ্য সংগ্রহেঃ- শুভদীপ রায় চৌধুরী
No comments:
Post a Comment