Tuesday, November 12, 2019

ঐতিহ্যের রাস উৎসবঃ- দক্ষিণ কলকাতার মণ্ডল পরিবার


ঐতিহ্যের রাস উৎসবপর্বঃ-

 বনেদীয়ানা' এর আগে তিনটি পর্বালোচনা হয়েছে একটি দুর্গাপুজো নিয়ে, একটি কালীপুজো নিয়ে এবং একটি জগদ্ধাত্রীপুজো নিয়ে কেমন লেগেছে সেই পর্বগুলি??? কতটা আমরা আপনাদের সমৃদ্ধ করতে পারলাম এই সমস্ত পর্বের আলোচনার মাধ্যমে??? আমাদের জানান আপনার মূল্যবান মতামত -মেলের মাধ্যমে আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো

 আজ আমাদের রাস উৎসবের কিছু পর্বের আলোচনা শুরু হল, একটু দেরী করে হলেও শুরু হল পর্বালোচনা বনেদীয়ানা' আজ আমরা আলোচনা করবো দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলের মণ্ডল পরিবারের রাসবাড়ির টুকরো ইতিহাস নিয়ে, লিখলেন শুভদীপ বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে উপস্থিত ছিলেন দেবযানী বসু এছাড়া অধ্যাপক নির্বাণ নন্দী মহাশয়ও চলুন দেখা যাক মণ্ডল পরিবারের রাস উৎসবের কাহিনী

ঐতিহ্যের রাস উৎসবঃ- দক্ষিণ কলকাতার মণ্ডল পরিবার

 এই পরিবারের রাস উৎসবের সূচনা করেছিলেন মণ্ডল পরিবারের বংশধর উদয়নারায়ণ মণ্ডল ১২৪১বঙ্গাব্দে (ইং ১৭৫৬ খ্রীঃ) এই পরিবারের বড় রাসবাড়িতে তিনদিনের উৎসব অনুষ্ঠিত হয় রাস উপলক্ষে, হয় ভোগ নিবেদন বিশেষ সাজসজ্জা অতীতে এই রাস উৎসবকে কেন্দ্র করে বিরাট মেলার আয়োজন হত যা বর্তমানে আকারে ছোটো হয়, প্রায় ১৫দিন ধরে এই মেলা অনুষ্ঠিত হয় রাস উপলক্ষে মণ্ডল পরিবারের রাসবাড়িতে কোন অন্নভোগ হয় না ভোগে থাকে লুচি, নানান রকমের ভাজা, তরকারি এছাড়া ফল মিষ্টান্ন সহযোগে নৈবেদ্য নিবেদন করা হয় এই রাসবাড়িতে কষ্টিপাথরের গোবিন্দ অষ্টধাতুর রাধারাণি অবস্থান করছেন রাধাগোবিন্দ জীউের নিত্য সেবাপূজা হয় যারা পৌরহিত্য করেন তারা বংশপরম্পরায় পৌরহিত্য করে আসছেন এই মন্দিরে  এই রাস উৎসবের তিনদিন রাধাগোবিন্দ জীউকে তিন ধরনের সাজসজ্জায় সজ্জিত করা হয়- একটি রাজবেশ, একটি রাখালবেশ একটি মোহনবেশ রাস উৎসব উপলক্ষে বহু ভক্তের ভীড় দেখবার মতন রাস উৎসবের প্রথম দিন পূর্ণিমা থাকার কারণে রাধাগোবিন্দ জীউের নাটমন্দিরে আসার সময়ের সামান্য বিলম্ব হলেও বাকি দুইদিন দুপুর ৩টে নাগাদ রাধাগোবিন্দ জীউ নাটমন্দির উপস্থিত হন আবার রাত্রি ১০টা নাগাদ তিনি আবার মন্দিরে প্রবেশ করেন বিগ্রহ ঠাকুরদালানে অবস্থানকালে ঠাকুরের সন্ধ্যারতি হয় এই তিনদিনই 

বড় রাসবাড়ি ছাড়াও মণ্ডল পরিবারের প্রতিষ্ঠিত ঐতিহ্যপূর্ণ ছোটো রাসবাড়িও আছে, সেই রাসবাড়িতে প্রতিষ্ঠিত আছেন শ্যামসুন্দর জীউ বনেদীয়ানা পরিবার এবার রাস উৎসব উপলক্ষে বড় রাসবাড়ির কিছু টুকরো স্মৃতি তুলে ধরল আপনারাও এই অপূর্ব বিগ্রহ দর্শন করে আসুন রাস উৎসবে মণ্ডল পরিবারের সকল সদস্য সদস্যাদের জন্য রইল বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে রাস উৎসবের শুভেচ্ছা অভিনন্দন

 কৃতজ্ঞতাস্বীকারঃ- শ্রী গোপাল চক্রবর্তী(বড় রাসবাড়ির পুরোহিত)
তথ্যসূত্র লিপিবদ্ধেঃ- শুভদীপ রায় চৌধুরী



No comments:

Post a Comment