ঐতিহ্যের রাস উৎসবপর্বঃ-৪
রাস উৎসব বিখ্যাত শান্তিপুরের এবং নবদ্বীপের। শান্তিপুরের ভাঙারাসের শোভাযাত্রা যা বঙ্গদেশ তথা ভারতবর্ষের ঐতিহ্যবাহী দর্শনীয় বিষয়বস্তু। গত তিনটি পর্বে আমরা তিন প্রাচীন রাস উৎসবের কথা উল্লেখ করেছি, কেমন লাগল সেই পর্বগুলি?? রাস উৎসবের আরও বেশকিছু পর্বালোচনা আছে যা প্রকাশিত হবে কিছুদিনের মধ্যেই। আমরা বনেদীয়ানা'য় চেষ্টা করবো শান্তিপুরের বেশকিছু প্রাচীন রাস উৎসবের কথা উল্লেখ করতে। আজ প্রকাশিত হল শান্তিপুরের আতাবুনিয়া গোস্বামী বাটীর রাস উৎসবের কথা, লিখলেন শুভদীপ।
শুভদীপ আঞ্চলিক ইতিহাস গবেষনায় যুক্ত, বিভিন্ন প্রাচীন অঞ্চল নিয়ে গবেষণা করে চলেছে। বনেদীয়ানা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। গত বেশকিছু মাস ধরে শান্তিপুরের প্রাচীন পূজার ইতিহাস ও ঐতিহ্য গবেষনায় যুক্ত। চলুন দেখা যাক শান্তিপুরের আতাবুনিয়া গোস্বামী বাটীর রাস উৎসবের ইতিহাস।
ঐতিহ্যের আতাবুনিয়া গোস্বামীবাড়িঃ-শান্তিপুর
শান্তিপুরের মধ্যম গোস্বামীবাটীর পর দেখা যাবে আতাবুনিয়া গোস্বামী বাটী। শ্রীঅদ্বৈতাচার্য্যের পুত্র বলরামতনয় দেবকীনন্দন থেকে এই বাড়ির সৃষ্টি। কথিত আছে এই স্থানে আগে অনেক আতা গাছ ছিল। সেই আতা বন কেটে এই বাড়ি স্থাপন হয়েছিল বলে এই বাড়ির অপর না আতাবুনিয়া গোস্বামী বাড়ি। যদিও বর্তমান প্রজন্মের কাছে এই বাড়ির পরিচয় বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি বলেই। কথিত আছে অদ্বৈত প্রভু বলরাম আর দেবকীনন্দনের শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর শ্রীবিগ্রহের প্রতিষ্ঠাকার্য স্বহস্তে করেছিলেন এবং দেবকীনন্দনের নির্দিষ্ট করে যাওয়া নিয়মবিধি অনুযায়ী আজও সেই বিগ্রহের সেবাপূজা হয়ে আসছে। এই বংশেই ১৭৭বছর আগে জন্মগ্রহণ করেন মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী। তিনি অদ্বৈতাচার্যের অধস্তন দশম পুরুষ। বিজয়কৃষ্ণ প্রথম জীবনে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হন। তাঁর পিতা আনন্দচন্দ্র গোস্বামী ছিলেন শ্যামসুন্দর অন্তপ্রাণ। এই রাসযাত্রায় বিশাল সাড়ম্বরে অনুষ্ঠিত হয় আতাবুনিয়া গোস্বামীবাটী।
তাঁর পিতা আনন্দচন্দ্র গোস্বামী ছিলেন শ্যামসুন্দর অন্তপ্রাণ। পরবর্তীকালে বিজয়কৃষ্ণের সঙ্গেও কুলদেবতা শ্যামসুন্দরের অনেক মধূর লীলার কথা এই বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি সূত্রে শোনা যায়। এই বাড়ির মধ্যে প্রবেশ করলেই এক নির্জন শান্ত পরিবেশ আপনাকে ইতিহাসের কাছে পৌঁছে যেতে হাত বাড়িয়ে দেবে। এবাড়ির প্রধান উৎসব রাধা শ্যামসুন্দরের রাসোৎসব। রাস উৎসবের তৃতীয়দিনে
রাধাশ্যামসুন্দরের শোভাযাত্রা হয়। বনেদীর-বনেদীয়ানা পরিবারের পক্ষথেকে বিজয়কৃষ্ণ গোস্বামী বাটীর সকল সদস্যদের জানাই রাস উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন।
তথ্যসূত্র লিপিবদ্ধেঃ- শুভদীপ রায় চৌধুরী
চিত্রঋণঃ- লেখক
No comments:
Post a Comment